13 C
Los Angeles
Thursday, January 2, 2025

বিশেষ সংবাদ Featured News

৩৮ বছর ধরে বিষাক্ত তেজস্ক্রিয়তার মধ্যে বাস, চেরনোবিলের পথকুকুরেরা এখন ‘সুপারডগ’!

বিজ্ঞানীদের ধারণা, চেরনোবিলের বিষাক্ত পরিবেশে মানিয়ে নিয়েছে...

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি,আধুনিক সময়ের প্রমোদতরিগুলো...

লাস ভেগাসে ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়িতে বিস্ফোরণে নিহত চালক! জখম ৭, নাশকতা?

আন্তর্জাতিকলাস ভেগাসে ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়িতে বিস্ফোরণে নিহত চালক! জখম ৭, নাশকতা?

বুধবার সকাল ৮টা নাগাদ লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে একটি টেসলা সাইবারট্রাক (বৈদ্যুতিক গাড়ি)-এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মৃত্যু হয় গাড়ির চালকের। গুরুতর আহত হয়েছেন আরও সাত জন।

লাস ভেগাসে ট্রাম্পের,বছর শুরুর দিনে লাস ভেগাসে আমেরিকার সদ্যনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোটেলের বাইরে টেসলার বৈদ্যুতিক গাড়িতে বিস্ফোরণ। বিস্ফোরণে এখনও পর্যন্ত এক জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর আহত আরও সাত জন। কী ভাবে ওই বিস্ফোরণ হল, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে সে দেশের পুলিশ। পরিকল্পনা করেই ট্রাম্পের হোটেলে নাশকতার চেষ্টা কি না, খতিয়ে দেখা হচ্ছে তা-ও।

বুধবার সকাল ৮টা নাগাদ লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে একটি টেসলা সাইবারট্রাক (বৈদ্যুতিক গাড়ি)-এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মৃত্যু হয় গাড়ির চালকের। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও সাত জন। লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশের আধিকারিক কেভিন ম্যাকমাহিল জানিয়েছেন, প্রাথমিক ভাবে এই বিস্ফোরণকে বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে করছে পুলিশ। তবে বুধবার সকালের নিউ অরল্যান্সের হামলার সঙ্গে লাস ভেগাসের বিস্ফোরণের কোনও যোগসূত্র থাকার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নিউ অরল্যান্সের ওই ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে।

কেভিন জানিয়েছেন, টেসলার বিলাসবহুল বৈদ্যুতিক গাড়িটি থেকে জ্বালানি, মর্টার এবং আতশবাজি পাওয়া গিয়েছে। ওই বাজি থেকেও গাড়িতে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। ঘটনার পরেই সরব হয়েছেন টেসলার কর্ণধার ইলন মাস্ক। তাঁর অভিযোগ, তাঁদের সংস্থার গাড়িতে কোনও সমস্যা নেই, বরং এই বিস্ফোরণ আদতে জঙ্গি হামলা হতে পারে। ইলন বলেন, ‘‘জঙ্গিরা হামলার জন্য ভুল গাড়িকে বেছে নিয়েছিল। বিস্ফোরণের আঁচ সাইবারট্রাকের বাইরে পর্যন্ত যায়নি! হোটেলের লবির কাচ পর্যন্ত ভাঙেনি বিস্ফোরণে!’’ টেসলার কর্ণধারের মন্তব্যের পরেই নানা মহলে শুরু হয়েছে জল্পনা। ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে এফবিআইয়ের হাতে। এফবিআইয়ের স্পেশ্যাল এজেন্ট জেরেমি শোয়ার্টজ জানিয়েছেন, ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এত বড় ঘটনায় কী বলছে প্রেসিডেন্টের পরিবার? ট্রাম্পের ছেলে তথা ট্রাম্পের সংস্থার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এরিক ট্রাম্প সংবাদমাধ্যমকে বলেন, ‘‘বিস্ফোরণের খবর পেয়েছি। তবে আমাদের হোটেলের অতিথি ও কর্মীরা নিরাপদে রয়েছেন। আপাতত তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য।’’ ঘটনার পরেই ওই হোটেলের অতিথিদের নিরাপদে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles