শুভ্রতার আবেদনে শাড়ির লুকে,সাদা রঙের আবেদনই আলাদা। একই সঙ্গে চোখ জুড়ায় আর আবেদন ছড়ায় শ্বেতশুভ্র সাজ। আর সাদা মানেই যে সাদামাটা তা কিন্তু নয়। অভিনেত্রী আশনা হাবিব ভাবনার নতুন লুকের সাদা শাড়ির সাজ কিন্তু সে কথাই বলছে। এমনিতে সাদা ভাবনার খুব প্রিয় রং। তাই তো এই লুকের ক্যাপশনে লিখেছেন নিজের ভেতরের এঞ্জেলটির সঙ্গে মিলিয়ে সাদা পরতে খুব স্বচ্ছন্দ বোধ করে তিনি। ভাবনাকে প্রায়ই দেখা যায় ডিজাইনার বোন অনন্যা অদিতির নানা নজরকাড়া পোশাকে। তাঁরই ডিজাইন করা এই জর্জেটের সাদা শাড়ির গ্ল্যামারাস লুকে ভাবনার সাজের কিছু ঝলক দেখে নিই চলুন এবারে।
১/৮
২/৮
৩/৮
৪/৮
৫/৮
৬/৮
৭/৮
৮/৮
ছবি: আশনা হাবিব ভাবনা
সুত্র: হাল ফ্যাশন