২ কোটি টাকায় জাতীয় লিগ, গত দুই মৌসুম পৃষ্ঠপোষক ছাড়াই জাতীয় ক্রিকেট লিগ আয়োজন করেছিল বিসিবি। এবার মধুমতি ব্যাংক জাতীয় লিগের পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব নিয়েছে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
জানা গেছে, মধুমতি ব্যাংক দুই কোটি টাকা দিয়ে জাতীয় লিগের ২৬তম আসরের স্পনসরশিপ কিনেছে। আগামীকাল থেকে চার ভেন্যুতে আট দলের এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা শুরু হবে।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা এবং রানার্সআপ সিলেট বিভাগ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে খেলবে চট্টগ্রাম–রংপুর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনা ও রাজশাহীর ম্যাচ অনুষ্ঠিত হবে, আর পাশের মাঠে বরিশাল খেলবে ঢাকা মেট্রোর বিরুদ্ধে।
সিঙ্গেল লিগ পদ্ধতির জাতীয় লিগের শেষ রাউন্ড শুরু হবে আগামী ৩০ নভেম্বর। চার দিনের এই প্রতিযোগিতার পর এই আট দলের নিয়ে অনুষ্ঠিত হবে জাতীয় লিগ টি-টোয়েন্টি, যার পৃষ্ঠপোষক হবে টি-স্পোর্টস। এছাড়া, ঢাকা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগের জন্যও পৃষ্ঠপোষক পেয়েছে বিসিবি, যা এবার মেঘনা ব্যাংক স্পনসর করবে।
জাতীয় লিগের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমূল আবেদীন, মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, চিফ বিজনেস অফিসার কামরুল হাসান এবং চিফ রিস্ক অফিসার ফাইজুর রহমান।