জাতিসংঘকে,ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘকে ‘অন্ধকারের ঘর’ বলে সমালোচনা করেছেন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে নেতানিয়াহু এ মন্তব্য করেন। তিনি বলেন, “গত দশকে জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরাইলের বিরুদ্ধে বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় বেশি প্রস্তাব পাস হয়েছে। জাতিসংঘ এখন অন্ধকারের ঘর হয়ে উঠেছে।”
নেতানিয়াহু আরও জানান, গাজায় চলমান যুদ্ধে সম্পূর্ণ বিজয় না আসা পর্যন্ত ইসরাইল যুদ্ধ চালিয়ে যাবে। তিনি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধেও আক্রমণ অব্যাহত রাখার কথা জানান।
নেতানিয়াহুর বক্তব্যের সময় কয়েকজন বিশ্বনেতা ও প্রতিনিধি ওয়াকআউট করেন। তবে তার সমর্থকরা উল্লাস প্রকাশ করে।
তিনি আরও বলেন, “এই বছর আমি জাতিসংঘে আসতে চাইনি, কারণ আমার দেশ তার অস্তিত্ব রক্ষায় যুদ্ধ করছে। কিন্তু এখানে অনেকেই আমার দেশের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন। আমি সেই মিথ্যাচারের জবাব দিতেই এসেছি।”
এদিকে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজায় ইসরাইলি হামলায় গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ৪১ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, এবং আহতের সংখ্যা ৯৬ হাজারেরও বেশি। নিহতদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু।
সুত্র: আলজাজিরা