হলে সিটের জন্য দাসত্ব,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের প্রশ্ন তুলেছেন, কেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিটের জন্য ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কাছে জিম্মি থাকতে হবে।
শুক্রবার রাতের দিকে নিজের ফেসবুক আইডিতে এই বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে আব্দুল কাদের লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী আমার মতো নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসে।
অনেক স্বপ্ন নিয়ে ঢাবিতে আসেন, কিন্তু সেই স্বপ্নগুলো গণরুমে পচে যায়। একজন শিক্ষার্থী হিসেবে একটা সিটের জন্য ক্ষমতাসীন দলের কাছে জিম্মি হয়ে থাকতে হয়, তাদের হুকুমের গোলাম হয়ে বিশ্ববিদ্যালয় জীবন পার করতে হয়।
হল জীবনের অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, আমার অপরাধটা কোথায়? আমি গরিব ঘরের সন্তান, সেটাই কি আমার অপরাধ? অথবা ঢাবিতে চান্স পাওয়া কি আমার অপরাধ? কেন আমাকে একটা সিটের জন্য দাসত্বের জীবন বেছে নিতে হবে?
হল প্রশাসনের উদ্দেশ্যে তিনি লেখেন, আমাদের দেখভালের দায়িত্বে থাকা শিক্ষকরা নিজেদের দায়িত্বের তোয়াক্কা না করে ক্ষমতাসীন দলের পাহারাদার হিসেবে কাজ করছেন, যা অত্যন্ত লজ্জাজনক ও বেদনাদায়ক।
তিনি আরও বলেন, “চব্বিশে জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে যে প্রশাসনিক কাঠামো পুনর্গঠিত হয়েছে, তারা যেন শহিদ ও আহতদের ত্যাগের কথা স্মরণ করে দায়িত্বশীল ভূমিকা পালন করেন। শহিদদের স্বপ্ন বাস্তবায়ন করতে নিপীড়ন-নির্যাতন ও দখলদার মুক্ত পরিবেশ তৈরি করুন।”
এত শহিদের আত্মত্যাগের পরও যাতে আগামীতে কোনো শিক্ষার্থী আফসোস করে বলতে না হয়, ‘আমার ঢাবিতে চান্স পাওয়া কি অপরাধ, কিংবা আমি গরিব ঘরের সন্তান।’ আজকের এই দাবিটি আমি হলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের কাছে জানাতে এসেছি।