গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদের রেকর্ড,বাংলাদেশের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে মাত্র ১৪ বছর বয়সেই আন্তর্জাতিক মাস্টার (আইএম) হয়েছেন জাতীয় দাবা চ্যাম্পিয়ন মনন রেজা নীড়। হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত গ্র্যান্ড মাস্টারস দাবা টুর্নামেন্টের অষ্টম রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার পান্ডা সাম্বিতকে পরাজিত করে নীড় তার তৃতীয় আইএম নর্ম অর্জন করেন। আট রাউন্ডে ছয় পয়েন্ট সংগ্রহের ফলে এই নর্ম নিশ্চিত হয়।
আন্তর্জাতিক মাস্টার হওয়ার জন্য ২৪০০ রেটিং ও তিনটি নর্ম প্রয়োজন। নীড়ের রেটিং ইতোমধ্যেই ২৪৫০ অতিক্রম করেছে এবং আগেই দুটি নর্ম অর্জন করেছিলেন তিনি। শুক্রবার তৃতীয় নর্ম পাওয়ার মাধ্যমে তিনি আন্তর্জাতিক মাস্টার হওয়ার সমস্ত শর্ত পূরণ করেছেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের আরবিটার হারুন অর রশীদ।
এর মাধ্যমে তিনি ১৯৮১ সালে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার হওয়ার সময় নিয়াজ মোর্শেদের ১৫ বছর ৫ মাস বয়সে গড়া সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টারের রেকর্ড ভেঙেছেন। নীড় ১৪ বছর ৪ মাস বয়সে এই কীর্তি গড়েছেন। নিয়াজ মোর্শেদ ১৯৮৬ সালে মাত্র ২০ বছর বয়সে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন। যদিও পরে ভারতীয় দাবাড়ুরা আরও কম বয়সে এই কীর্তি অর্জন করলেও, বাংলাদেশের অন্য চার গ্র্যান্ডমাস্টার কেউই নিয়াজের রেকর্ড ভাঙতে পারেননি।
নিয়াজ মোর্শেদের মতে, নীড়ের বর্তমান অগ্রগতি দেখে মনে হচ্ছে, তিনি আগামী ২-৩ বছরের মধ্যে গ্র্যান্ডমাস্টার হতে পারবেন। নীড়ের এই অর্জনের মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টারদের সংখ্যা এখন পাঁচ। অপর চার আন্তর্জাতিক মাস্টার হলেন জিল্লুর রহমান চম্পক, আবু সুফিয়ান শাকিল, মিনহাজ উদ্দিন সাগর, এবং ফাহাদ রহমান।