ইউক্রেনের বিমানঘাঁটিতে,রাশিয়ার এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিমানঘাঁটির কাছে আঘাত হেনেছে। আজ সোমবার কিয়েভের পক্ষ থেকে এ হামলার বিষয়টি স্বীকার করা হয়। পশ্চিম খমেলনিতস্কি অঞ্চলের স্টারোকোস্টিয়ানটিনিভ বিমানঘাঁটিতে হামলার পাশাপাশি কিয়েভ লক্ষ্য করেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। নেদারল্যান্ডসের প্রতিরক্ষামন্ত্রী ইউক্রেনকে এফ-১৬ জেট বিমান দেওয়ার ঘোষণার পরপরই এ রাশিয়া এ হামলা চালায়।
পশ্চিমাদের কাছে দীর্ঘদিন লবিং করার পর এ বছরের গ্রীষ্মে কয়েকটি এফ-১৬ পেয়েছে কিয়েভ। তবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষায় এগুলো কোথায় রাখা হয়েছে, তা জানানো হয়নি। রুশ হামলায় বিমানঘাঁটির কোনো ক্ষতি হয়েছে কি না, তা জানায়নি কিয়েভের বিমানবাহিনী।
সুত্র: রয়টার্স কিয়েভ