19.8 C
Los Angeles
Tuesday, October 22, 2024

বিশেষ সংবাদ Featured News

00:04:00

আওয়ামী লীগের দেড় ডজন মন্ত্রী-এমপি বিএনপিতে যোগদানের চেষ্টা?

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৪:বাংলাদেশের রাজনীতিতে এক নতুন...

চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে ফিরিয়ে দিচ্ছে যুক্তরাজ্য

চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের,ভারত মহাসাগরে অবস্থিত সামরিক কৌশলগত...

লেবাননে বিভিন্ন সরকারি দপ্তরে ইসরায়েলের বিমান হামলা, মেয়রসহ নিহত ৫

আন্তর্জাতিকলেবাননে বিভিন্ন সরকারি দপ্তরে ইসরায়েলের বিমান হামলা, মেয়রসহ নিহত ৫

লেবাননে বিভিন্ন সরকারি দপ্তরে, লেবাননের দক্ষিণাঞ্চলে নাবাতিয়ে শহরে পৌর ভবনে আজ বুধবার বৈঠক চলাকালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ছাড়া স্থানীয় সরকারের বেশ কয়েকটি দপ্তরেও হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় নাবাতিয়ের পৌর মেয়র আহমদ কাহিসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো আশপাশের বেশ কয়েকটি শহরেও আটটির বেশি হামলা চালিয়েছে। এসব হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। পাশাপাশি সম্পদের ক্ষতিসাধন করেছে।

ওই সব এলাকায় ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছে কি না, তাদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, নাবাতিয়ে শহরের সেবা ও সহায়তা পরিস্থিতি নিয়ে পৌরসভা পরিষদের বৈঠক ছিল। তখনই ইসরায়েল ইচ্ছা করে এই ভবনকে লক্ষ্যবস্তুতে পরিণত করে।

 একজন প্রত্যক্ষদর্শী হামলার বর্ণনা দিতে গিয়ে একে ‘উন্মত্ত সন্ত্রাস’ বলে মন্তব্য করেছেন। তিনি জানান,  মাত্র ৩০ মিনিটের মধ্যে শহরে অন্তত নয়টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর ঘটনাস্থলের দিকে অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখার কথাও জানান তিনি।

এসব ভয়াবহ হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, নাবাতিয়ে এলাকায় হিজবুল্লাহর বেশ কিছু স্থাপনাকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

সুত্র: বিবিসি

Check out our other content

Check out other tags:

Most Popular Articles