11.9 C
Los Angeles
Thursday, January 2, 2025

বিশেষ সংবাদ Featured News

৩৮ বছর ধরে বিষাক্ত তেজস্ক্রিয়তার মধ্যে বাস, চেরনোবিলের পথকুকুরেরা এখন ‘সুপারডগ’!

বিজ্ঞানীদের ধারণা, চেরনোবিলের বিষাক্ত পরিবেশে মানিয়ে নিয়েছে...

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি,আধুনিক সময়ের প্রমোদতরিগুলো...

কাচকি মাছের বড়া খেয়েছেন কখনো

জীবনযাপনরেসিপিকাচকি মাছের বড়া খেয়েছেন কখনো

অনেকেই আছেন মাছ খেতে পছন্দ করেন না। তাঁদেরও ভালো লাগবে, যদি কাচকি মাছের বড়া বানিয়ে খেতে দেন। রেসিপি দিয়েছেন কানিজ ফাতেমা।

উপকরণ

কাচকি মাছের বড়া, কাচকি মাছ ৩০০ গ্রাম (পানি ঝরিয়ে নিন), পেঁয়াজকুচি ১ কাপ, আদাকুচি ১ টেবিল চামচ, রসুনকুচি ২ টেবিল চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, লাল মরিচের গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচকুচি ৭-৮টি, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, ময়দা ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ, আস্ত কালো জিরা ২ চিমটি, লেবুর রস ২ চা-চামচ, লবণ পরিমাণমতো, ভাজার জন্য শর্ষের তেল পরিমাণমতো, পানি প্রয়োজন মনে হলে।

প্রণালি

প্রথমে একটি বড় পাত্রে ধুয়ে রাখা কাচকি মাছগুলো নিন। এক এক করে সব কটি উপকরণ একসঙ্গে নিয়ে আলতো করে মেখে নিন। খেয়াল রাখতে হবে, কাচকি মাছগুলো যেন না ভাঙে। ভালো করে মিশিয়ে বড়ার আকারে তৈরি করতে হবে। এবার চুলায় প্যান বসিয়ে পরিমাণমতো শর্ষের তেল দিন। তেল গরম হয়ে এলে কাচকি মাছ বড়ার আকার দিয়ে লালচে করে ভেজে নিতে হবে। সসের সঙ্গে পরিবেশন করুন কাচকি মাছের বড়া।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles