11.9 C
Los Angeles
Thursday, January 2, 2025

বিশেষ সংবাদ Featured News

৩৮ বছর ধরে বিষাক্ত তেজস্ক্রিয়তার মধ্যে বাস, চেরনোবিলের পথকুকুরেরা এখন ‘সুপারডগ’!

বিজ্ঞানীদের ধারণা, চেরনোবিলের বিষাক্ত পরিবেশে মানিয়ে নিয়েছে...

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি,আধুনিক সময়ের প্রমোদতরিগুলো...

বছরের শেষেও জয়া

বিনোদনবছরের শেষেও জয়া

গত পাঁচ মাসে নতুন সিনেমা নিয়ে কথা বলতে দেখা যায়নি জয়া আহসানকে। ফেসবুকে পাঁচ মাস পর মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা নিয়ে সরব হলেন অভিনেত্রী জয়া আহসান। তিনি জানান, অনুদানের সিনেমা ‘নকশী কাঁথার জমিন’ বিজয়ের মাসেই মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন আকরাম খান। সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছিল জয়া অভিনীত চলচ্চিত্র।

পরিচালক জানান, গত বছর সিনেমাটি সেন্সর পায়। পরে সময় নিয়ে সিনেমাটির মুক্তি দিতে চেয়েছিলেন। এরপর জুলাইয়ের ছাত্র আন্দোলনের কারণে পিছিয়ে যায় সিনেমার মুক্তি। আকরাম জানান, সিনেমাটি মুক্তিযুদ্ধের সময়ের প্রেক্ষাপট ঘিরে। যে কারণে তিনি বিজয়ের মাসেই সিনেমাটি দর্শকের সামনে আনতে চান।

সিনেমাটির পোস্টার

আকরাম খান বলেন, ‘আমার ইচ্ছা ছিল গত শুক্রবার সিনেমাটি রিলিজ দেওয়ার। কিন্তু শিডিউল পাইনি। এখন আমরা ২৭ ডিসেম্বর সিনেমাটির মুক্তি দিতে চাই। সেভাবেই সিনেমার পোস্টার রিলিজ দিয়ে গত শনিবার থেকে প্রচারণা শুরু করেছি। এখন নিয়মিত ট্রিজার, ট্রেলার ও সিনেমা দুটি গান রিলিজ দেব। সিনেমাটির প্রচারণা নিয়েই থাকব। যুদ্ধের সময়ের মানবিক গল্প এখানে তুলে ধরা হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে, সিনেমাটি দর্শকদের বিজয়ের মাসে দেখা দরকার।’

পরিচালক আকরাম খান। ছবি: ফেসবুক

দুই বাংলায় নিয়মিত অভিনয় করেন জয়া আহসান। যে কারণে দেশের প্রেক্ষাগৃহে গত তিন বছরে তেমন একটা পাওয়া যায়নি এই অভিনেত্রীকে। এর মাঝে একের পর এক সিনেমা সিরিজ নিয়ে বিদেশের প্রেক্ষাগৃহ, চলচ্চিত্র উৎসব ও ওটিটিতে তাঁর উপস্থিতি ছিল। দেশের প্রেক্ষাগৃহে সর্বশেষ এই অভিনেত্রীকে দেখা গিয়েছিল ‘পেয়ারার সুবাস’ সিনেমায়। ৯ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পায়।

জানা গেছে, ‘নকশী কাঁথার জমিন’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া। সিনেমাটি নিয়ে জয়া ফেসবুকে লিখেছেন, ‘মুক্তিযুদ্ধে সব হারানো দুই বোন রাহেলা ও সালেহা তাদের এক জীবনের আখ্যানের নকশা তোলে নকশিকাঁথার জমিনে।’
সিনেমাটি এর আগে ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়। এ ছাড়া ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়েছিল।

সিনেমার একটি দৃশ্যে জয়া। ছবি: ফেসবুক

পরিচালক জানান, কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত এই সিনেমা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে ধরেছেন। সিনেমায় জয়া আহসান ছাড়াও তাঁর বোনের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সেঁওতি। আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতিসহ অনেকে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles