দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি সরকারি কর্মকর্তাদের নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
গত রোববার, অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের এক মাসপূর্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর তার অনুগত কিছু লোক নতুন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চেষ্টা করছে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘প্রতিদিন পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। আগামী সপ্তাহে সচিবালয়ে ক্যু হতে পারে।’ তার এই মন্তব্যের পর সচিবালয়ে ক্যু নিয়ে জনমনে কৌতূহল ও আলোচনা শুরু হয়। কেউ কেউ সরকারকে রক্ষা করতে রাজপথে নামার হুমকি দিয়েছেন।
প্রশাসনিক কাজে গতি না আসার কারণ হিসেবে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা আমলাদের সহযোগিতার অভাবকে দায়ী করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতে, প্রশাসনের একাংশ আন্তরিকভাবে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে না এবং তাদের উদ্দেশ্য নতুন সরকারকে ব্যর্থ প্রমাণ করা।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘প্রভু চলে গেছে, কিন্তু দাস যায়নি।’ তিনি ব্যাখ্যা করে বলেন, প্রশাসনে শেখ হাসিনার অনুগত লোকজন এখনও রয়ে গেছে এবং তারা নতুন সরকারের কাজকে ব্যাহত করছে।
সরকারি কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. মো: আনোয়ার উল্ল্যাহ স্বীকার করেন যে কিছু কর্মকর্তার মধ্যে অসহযোগিতা রয়েছে, তবে সচিবালয়ে ক্যু’র আশঙ্কাকে তিনি অস্বীকার করেছেন।
অন্যদিকে, সরকারের উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, প্রশাসনের সঙ্গে সরকারের দ্বন্দ্ব নেই এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। তবে কিছু কর্মকর্তা অসহযোগিতা করছে, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি বলেন, সময়ের সাথে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
সূত্র : বিবিসি