22.1 C
Los Angeles
Thursday, December 19, 2024

বিশেষ সংবাদ Featured News

৩৮ বছর ধরে বিষাক্ত তেজস্ক্রিয়তার মধ্যে বাস, চেরনোবিলের পথকুকুরেরা এখন ‘সুপারডগ’!

বিজ্ঞানীদের ধারণা, চেরনোবিলের বিষাক্ত পরিবেশে মানিয়ে নিয়েছে...

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি

বিশ্বের সবচেয়ে বড় ১০ প্রমোদতরি,আধুনিক সময়ের প্রমোদতরিগুলো...

শীতে কদর বেড়েছে খেজুর রসের

শীতে কদর বেড়েছে, আবহমান বাংলায় শীত মৌসুমে...

অভিবাসনবিরোধী ট্রাম্প ও ভ্রূণহত্যার পক্ষে কমলা—পোপের সমালোচনার মুখে দু’জনই!

আন্তর্জাতিকঅভিবাসনবিরোধী ট্রাম্প ও ভ্রূণহত্যার পক্ষে কমলা—পোপের সমালোচনার মুখে দু'জনই!

এশিয়া সফর শেষে ভ্যাটিকানে ফেরার পথে পোপ ফ্রান্সিস বিশেষ বিমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানেই তিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরেন।

ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন-বিরোধী নীতির তীব্র সমালোচনা করেছেন পোপ ফ্রান্সিস। একইসঙ্গে গর্ভপাতের অধিকারের পক্ষে কমলা হ্যারিসের অবস্থানকেও নিন্দা করেছেন তিনি। পোপের মতে, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ও ডেমোক্র্যাট প্রার্থীর কেউই মানবতাবাদী নন।
খ্রিস্টধর্মের রোমান ক্যাথলিক শাখার সর্বোচ্চ ধর্মগুরু ১২ দিনের এশিয়া সফর শেষে ভ্যাটিকানে ফেরার পথে বিশেষ বিমানে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট কমলার সমালোচনা করে বলেন, “ওঁরা দু’জনেই জীবনের বিরোধী। যিনি অভিবাসীদের পরিত্যাগ করেন এবং যিনি ভ্রূণহত্যার সমর্থক, তাঁরা মানুষের পক্ষে হতে পারেন না।

পোপ ফ্রান্সিস পরে মন্তব্য করেন, “অবশ্য আমি আমেরিকার নাগরিক নই, তাই সেখানে ভোটও দেব না।” যদিও নাম উল্লেখ না করেই ট্রাম্প এবং কমলা হ্যারিসের অভিবাসন নীতির সমালোচনা করেন তিনি। পোপ বলেন, যিনি অভিবাসীদের তাড়াতে চান এবং যিনি অভিবাসীদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে সক্রিয় নন, তাঁদের উভয়েরই পাপ গুরুতর।

গত ১০ সেপ্টেম্বর পেনসিলভানিয়ায় প্রেসিডেন্সিয়াল বিতর্কে গর্ভপাতের অধিকার নিয়ে কমলা হ্যারিসকে আক্রমণ করেন ট্রাম্প। তিনি বলেন, “আমার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী নয় মাসের অন্তঃসত্ত্বার গর্ভপাতেরও সমর্থক। ট্রাম্প এই ধরনের ঘটনাকে ‘নবজাতকের মৃত্যুদণ্ড’ হিসেবেও উল্লেখ করেন। একই দিনে পোপ ফ্রান্সিসও গর্ভপাতের অধিকারকে শিশুহত্যা’ বলে অভিহিত করেন।

সুত্র: আনন্দবাজার

Check out our other content

Check out other tags:

Most Popular Articles