সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম জানিয়েছেন, তিনি জঙ্গিদের ভয়ে আত্মগোপনে আছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দেশের একটি প্রথম সারির টেলিভিশন চ্যানেলকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম দাবি করেন, জুলাই গণহত্যার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করবেন।
একটি গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শেখ হাসিনার কাছ থেকে ৪ আগস্ট ২৫ কোটি টাকা নিয়ে তিনি এসবি অফিসে পৌঁছে দিয়েছিলেন, যা পরে তারই কিছু ঘনিষ্ঠ সহযোগী লুট করে নেয়। তবে এই দাবি অস্বীকার করেছেন মনিরুল।
তিনি আরও দাবি করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে শক্তি দিয়ে দমন করা যাবে না বলে সরকারের কাছে একাধিক রিপোর্ট পেশ করেছিলেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আড়ালে রয়েছেন। অভিযোগ রয়েছে, শেখ হাসিনার শাসনামলে পুলিশ বাহিনীকে দলীয়করণের পেছনে তার ভূমিকা ছিল। এ ছাড়া, তিনি জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের একাধিক মামলার আসামিও হয়েছেন।
সামনের পরিস্থিতি আইনি পথে মোকাবিলা করার প্রস্তুতি রয়েছে বলে জানান মনিরুল ইসলাম।